Tuesday, July 11, 2017

খুলনায় হচ্ছে ভারতীয় সহকারী হাইকমিশন

খুলনায় শিগগিরই ভারতীয় সহকারী হাইকমিশন খোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি গতকাল দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভারতীয় হাইকমিশনের শিক্ষাবৃত্তি-২০১৭ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, ভারত সরকার সফলতার সঙ্গে খুলনা-মংলা রেললাইন স্থাপনের কাজ করছে। মংলা বন্দরের উন্নয়নের কাজও চলছে। ভারত সরকার খুলনায় একটি দক্ষতা বৃদ্ধির প্রতিষ্ঠানও তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা শিক্ষাবৃত্তি আরও পাঁচ বছরের জন্য সম্প্রসারিত করা হয়েছে। এ প্রকল্পের আওতায় আরও ১০ হাজার শিক্ষার্থীকে ৩৫ কোটি টাকা মূল্যমানের বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য মাল্টিপল-অ্যান্ট্রি সুবিধাসহ পাঁচ বছর মেয়াদি ভারতীয় ভিসা প্রদান, প্রতি বছর ভারতে ১০০ মুক্তিযোদ্ধার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment